বিএনপি মহাসচিব দুপুরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তার বাসা ফিরোজায় গিয়ে দেখা করেছেন।
Published : 06 Jun 2024, 09:49 PM
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন ও পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল ১১টায় গুলশানে অস্ট্রেলিয়ার হাই কমিশনে এবং বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে বৈঠক হয়।
দুইটি বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এই দুই বৈঠক নিয়ে কোনো পক্ষই গণমাধ্যমে কথা বলেননি।
এছাড়া বিএনপি মহাসচিব দুপুরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তার বাসা ফিরোজায় গিয়ে দেখা করেছেন।
পরে সন্ধ্যায় গোপীবাগে ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার বাসায় তার স্ত্রী ইসমত আরার সাথে দেখা করেন এবং কারাবন্দি ছেলে ইশরাক হোসেনের খোঁজ-খবর নেন।
এ সময়ে মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম উপস্থিত ছিলেন।