গত বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন শাহিদা রফিক।
Published : 02 Mar 2025, 05:25 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক শাহিদা রফিক মারা গেছেন।
তার বয়স হয়েছিল ৭৭ বছর।
পরিবারের সদস্যরা বলেছেন, গত বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন শাহিদা রফিক।
পরে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। শনিবার তার রক্তচাপ একেবারে কমে গেলে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টায় শাহিদা রফিক মারা যান।
শাহিদা রফিক স্বামী রফিকুল ইসলাম মিয়া, দুই ছেলে রেখে গেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়াও দীর্ঘদিন অসুস্থ ও শয্যাশায়ী।
শাহিদা রফিকের মৃত্যুতে শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।