একই কেন্দ্রে ভোট দেবেন শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়।
Published : 06 Jan 2024, 04:20 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে নিজেকে ভোট দিতে পারছেন না। ঢাকার ধানমন্ডির ভোটার হিসেবে তিনি ভোট দেবেন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে।
শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সরকার প্রধান রোববার সকাল ৮টায় ভোট দেবেন।
একই কেন্দ্রে শেখ হাসিনা ছাড়াও তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ভোট দেবেন।
এই কেন্দ্রটি ঢাকা-১০ আসনে পড়েছে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী করেছে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে। সেখানে তার আরও চার জন প্রতিদ্বন্দ্বী আছে।
১৯৮৬ সাল থেকে শেখ হাসিনা দেশের অন্য যে কোনো আসনের পাশাপাশি গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) আসনেও প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। অতীতে তিনি একাধিক আসন থেকে ভোটে অংশ নিলেও গত দুটি নির্বাচনে একটি মাত্র আসনে অংশ নিচ্ছেন। এবারও তিনি সেখানকারই প্রার্থী।
জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে প্রার্থী হতে হলে সেখানকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা নেই, দেশের যে কোনো আসনে ভোটার হলেই চলে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশ্য তার সংসদীয় আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনেরই ভোটার। ফলে তিনি নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমিতে ভোট দেবেন।”
এই আসনটিতে সপ্তমবারের মতো নৌকা নিয়ে লড়াই করছেন ওবায়দুল কাদের। এর আগে দুইবার হেরেছেন, জিতেছেন চারবার।