“আমরা যেদিন (কর্মসূচি) দিয়েছি, সেদিন তারা প্রোগ্রাম দিয়েছে। আমরা শিফট করেছি, আবার তারা শিফট করেছে,” বলেন বিএনপি মহাসচিব।
Published : 09 Aug 2023, 05:12 PM
আওয়ামী লীগ ‘প্রতিহিংসা ও ভয় থেকে’ শান্তি সমাবেশের নামে বিএনপির আন্দোলন কর্মসূচিতে ‘প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে’ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘সরকার পতনের’ এক দফা আন্দোলনে ঢাকা মহানগরে আগামী শুক্রবার গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেছেন, আওয়ামী লীগ ‘উদ্দেশ্যমূলকভাবে’ শান্তি সমাবেশের নামে প্রত্যেকটি প্রোগ্রামেই ‘বাধা দিয়েছে’।
“…আমরা যেদিন (কর্মসূচি) দিয়েছি সেদিন তারা প্রোগ্রাম দিয়েছে, আমরা শিফট করেছি আবার তারা শিফট করে ওইদিকে নিয়ে গেছে। কতটা ভিনডিক্টিভ হলে, কতটা ভয় পেলে তারা এই ধরনের কাজ করতে পারে।”
ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বিএনপি মহাসচিব। দলের এক দফা আন্দোলন কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকেন তিনি।
দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পেলে আওয়ামী লীগ ‘নিশ্চিহ্ন হয়ে যাবে’ মন্তব্য করে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “তারা অত্যন্ত ভীত, সন্ত্রস্ত্র হয়ে পড়েছে।… গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা…এটা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।”
‘বিএনপি আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা করছে’- সরকাপ্রধানের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, “আপনারা খুব ভালো করে দেখছেন, প্রধানমন্ত্রী কতটা সত্য বলেছেন, তা আপনারাই ভালো বলতে পারবেন।
“গত কয়েক বছরে আমাদের আন্দোলনটা দেখেছেন…সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন এবং আমরা সচেতনভাবে যে কোনো রকমের সহিংসতা এড়িয়ে চলার চেষ্টা করেছি।”
কয়েকদিনের টানা বর্ষণে দেশের পার্বত্য অঞ্চলে বন্যার প্রসঙ্গেও কথা বলেন এই বিএনপি নেতা।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বন্যা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। দেখেন, এই সরকার কত মেগা উন্নয়ন করছে আর বন্যা ঠেকানোর মত তাদের সামর্থ্য নেই। এই হচ্ছে সরকারের অবস্থা।”
সংবাদ সম্মেলন থেকে আগামী শুক্রবার ঢাকা মহানগরে গণমিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী, মীর সরাফত আলী সপু, শাম্মী আখতার, আমিরুল ইসলাম খান আলিম প্রমূখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।