৫২ বছর বয়সী সালাম বাহাদুর পেশায় একজন ঠিকাদার, তার পায়ে ছুরিকাঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছে পুলিশ।
Published : 16 Jul 2023, 02:05 PM
মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে গাড়ি থেকে যার লাশ ফেলে যাওয়া হয়েছিল, তিনি জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুস সালাম বাহাদুর বলে জানিয়েছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি।”
৫২ বছর বয়সী সালাম বাহাদুরের গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। তিনি পেশায় একজন ঠিকাদার, ঢাকায় ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে তার বাসা।
সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে একজন দোকানদার জানান, শনিবার রাত ১২টার দিকে একটি লাল প্রাইভেট কার থেকে দুটি অল্প বয়সী ছেলে-মেয়ে লাশটি রাস্তার পাশে রেখে চলে যায় বলে অন্য দোকানদারদের কাছ থেকে তিনি শুনেছেন।
ওসি উৎপল বড়ুয়া বলেন, “হাসপাতাল চত্বরের জরুরি বিভাগের সামনে লাশটি ফেলে রেখে যায়। লাশের পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার পরিবার বলেছে, বেলা ১টার দিকে তিনি ধানমণ্ডির বাসা থেকে বের হন।”
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, “আমরা সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছি। তদন্ত চলছে।”
জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্দুস সালাম বাহাদুর আমাদের দলের অর্থ সম্পাদক ছিলেন। তিনি সড়ক ও জনপথ বিভাগে ঠিকাদারী করতেন। এরশাদ সাহেবের সময় সালাম জগন্নাথ কলেজে ছাত্র নেতা ছিলেন। পরে জেপি হওয়ার পর তিনি কিছুদিন দলের যুব সংগঠন যুব সংহতিতে ছিলেন। পরে মূল পার্টিতে যোগ দেন।”