দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে নিপুণ রায়

ঢাকার যাত্রাবাড়ী থানার মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2021, 01:22 PM
Updated : 24 April 2021, 01:22 PM

শনিবার চার দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ীর থানার এসআই বিলাল আল আজাদ। 

আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম নিভানা খায়ের জেসী।

বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, নিপুণ রায় গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন, এমন একটি কল রেকর্ড ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় নিপুণ রায়কে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে গত ২৮ মার্চ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে হাজারীবাগ থানার এক মামলায় দুই দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিপুণের আইনজীবী খোরশেদ মিয়া আলম  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দুই-একদিনের মধ্যে জামিন নামঞ্জুরের আদেশের সত্যায়িত কপি পাওয়ার পর তারা জামিনের আবেদন নিয়ে যাবেন মহানগর দায়রা জজ আদালতে।