সিপিবির প্রবীণ নেতা মোহাম্মদ নবীর জীবনাবসান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি র (সিপিবি)  কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ নবী মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 04:18 PM
Updated : 31 Dec 2018, 01:41 PM

রোববার বিকাল ৩টায় ঢাকায় নিজ বাসভবনে  তার মৃত্যু হয় বলে সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোহাম্মদ নবীর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

এক বিবৃতিতে রাজনৈতিক সহকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম।

বিবৃতিতে নেতারা বলেন, “কমরেড মোহাম্মদ নবীণ ছাত্র অবস্থায় কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন। ব্রিটিশবিরোধী লড়াই, মুক্তিযুদ্ধসহ এদেশের শোষণ মুক্তির সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগামী। সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি বিশিষ্ট ভূমিকা রেখেছেন।

“কমরেড নবীর মৃত্যুতে এ দেশের কমিউনিস্ট আন্দোলন এক পরীক্ষিত সৈনিককে হারাল। সমাজপ্রগতির লড়াইকে অগ্রসর করতে কমরেড মোহাম্মদ নবীর জীবন ও সংগ্রাম থেকে বিপ্লবী আন্দোলনের কর্মীদের শিক্ষা গ্রহণ করতে হবে।”

সিপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ নবীর মরদেহ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে রাখা হবে। সেখানে বিভিন্ন দল, সংগঠনের পক্ষ থেকে প্রয়াত বাম নেতার প্রতি শ্রদ্ধা জানানো হবে।