বৈঠকের পর তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি বিএনপি নেতারা।
Published : 18 Apr 2024, 10:23 PM
ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে বারিধারায় ব্রিটিশ হাই কমিশনে বিএনপি মহাসচিবের গাড়ি প্রবেশ করে। ঘণ্টাখানেক পর হাই কমিশন থেকে বেরিয়ে যান ফখরুল।
তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন বৈঠকে। তবে বৈঠকের পর তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
ব্রিটিশ হাই কমিশন তাদের এক্স হ্যান্ডেলে বিএনপির তিন নেতার সঙ্গে হাই কমিশনারের বৈঠকের ছবি পোস্ট করছে। সেখানে বলা হয়, বিএনপির ‘রাজনৈতিক কৌশল বুঝতে’ দলটির নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সারাহ কুক।
Today, British High Commissioner Sarah Cooke met with the leaders of the Bangladesh Nationalist Party (BNP) to understand the party's political strategy. pic.twitter.com/10Kb7cwvdO
— UK in Bangladesh ???????????????? (@UKinBangladesh) April 18, 2024