সাবেক এই আওয়ামী লীগ নেতা ২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিএনপির ধানের শীষ নিয়ে ভোট করে এমপি হয়েছিলেন।
Published : 30 Sep 2024, 11:17 AM
বিদেশ থেকে ফিরেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলছেন, সোমবার ভোরে কানাডা থেকে ফেরেন সুলতান মনসুর। এরপর তাকে তারা ‘হেফাজতে’ নেন।
“আমাদের কাছে কিছু অভিযোগ রয়েছে, এর ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আমরা নিয়ে এসেছি। অভিযোগগুলো যাচাই-বাছাই করে দেখা হবে।"
ডাকসুর সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মনসুর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন।
স্বাধীন বাংলাদেশে তিনিই ছাত্রলীগের একমাত্র সভাপতি, যিনি ডাকসুর ভিপি হতে পেরেছিলেন। ১৯৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে যে কজন সরব হয়েছিলেন, সুলতান মনসুর তাদের একজন।
কিন্তু ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে সংস্কারপস্থি হিসেবে চিহ্নিত হওয়ায় আওয়ামী লীগে অপাঙক্তেয় হয়ে পড়েন তিনি। পরে কামাল হোসেনের দল গণফোরামে ভিড়ে সভাপতিমণ্ডলীর সদস্য হন।
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি কামাল হোসেন বিএনপিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গড়েন। ওই জোটের হয়ে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচন করেন সুলতান মনসুর।
নির্বাচনে ঐক্যফ্রন্টের ভরাডুবির মধ্যেও সুলতান মনসুর জিতে যান। গণফোরাম দুটি আসনে এবং বিএনপি ছয়টি আসনে জয় পায়।
পরে অবশ্য তিনি বলেছিলেন, “আমি অন্য কোনো দলে জয়েন করি নাই। আমি কখনও আওয়ামী লীগ ছেড়ে আসিনি, বহিষ্কৃতও হইনি।”
আর চলতি বছর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তিনি বলেছিলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীক না পেলে তিনি নির্বাচন করবেন না।