সব কমিটি বিলুপ্ত করে একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
Published : 24 Sep 2024, 02:22 AM
জাতীয় নির্বাহী কমিটিসহ সব পর্যায়ের কমিটি ভেঙে দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।
একই সঙ্গে দলটির নির্বাহী কমিটি বিলুপ্ত করার পর একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্তও নিয়েছে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন দলটি।
নতুন কমিটিতে বর্তমান সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সভাপতি এবং আবদুল মান্নান কার্যকরি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী কমিটির পাশাপাশি জেলা, উপজেলা, মহানগর ও অন্যান্য বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রাজধানীর বারিধারা ক্লাবে ২১ সেপ্টেম্বর বিকল্পধারার জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সভায় দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী উপস্থিত নেতাদের অনুমতি সাপেক্ষে বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটিসহ জেলা, উপজেলা, মহানগর ও অন্যান্য কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন।
মাহী বি চৌধুরীর উত্থাপিত প্রস্তাব সমর্থন করেন সভার সভাপতি বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান। পরে প্রস্তাবটি ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা সভায় পাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সিদ্ধান্ত হয়, দলের নির্বাহী কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতভাবে একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, যা হবে ৫১ থেকে ৭১ সদস্যের। সভাপতি ও কার্যকরি সভাপতির বাইরে একটি প্রেসিডিয়াম, একজন কোষাধ্যক্ষ, একজন দফতর সম্পাদক এবং অন্যরা সকলে সদস্য থাকবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় মাহী বি চৌধুরী বলেন, বিকল্পধারা হবে ‘সিঙ্গেল ইউনিট পার্টি’। দলের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন থাকবে না।
তিনি বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে তারা অঙ্গীকারবদ্ধ।
আবদুল মান্নান বলেন, ‘‘২০১৮ সালে মহাজোটের অংশ হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেওয়া আমাদের ভুল ছিল। আমাদের নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। বিকল্পধারার সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করে বিকল্পধারার আদর্শকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণের বিশ্বাস অর্জন করে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখতে হবে।”
সভায় অন্যদের মধ্যে দলের সহসভাপতি মুহাম্মদ মহসিন চৌধুরী, ওবায়দুর রহমান মৃধা, যুগ্ম মহাসচিব এনায়েত কবির, দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, কেন্দ্রীয় বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বক্তব্য দেন।
২০০৪ সালের মার্চে ‘বিকল্পধারা, বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে উপপ্রধানমন্ত্রী ছিলেন। ২০০১ সালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর তিনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রী হন। পরে ২০০১ সালের নভেম্বরে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। ২০০২ সালে এক বিতর্কিত ঘটনার জের ধরে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
আরও পড়ুন