ফখরুল বলেন, “রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যাদের ওপর দায়িত্ব ছিল, তারাই সবার আগে নষ্ট গেছে।”
Published : 28 May 2024, 09:52 PM
সরকার দেশকে ‘এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জমিদারিতে পরিণত করেছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, “এটা (বাংলাদেশ) এখন আর রাষ্ট্র নেই। আজকে না কালকেই মাহমুদুর রহমান মান্না বলছিলেন এটা তো রাষ্ট্র বলতে পারি না।”
“এটা একটা পৈত্রিক সম্পত্তি, জমিদারিতে পরিণত হয়েছে। তাদের যা ইচ্ছা তাই করছে, করে যাবে। কারণটা কী? রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যাদের ওপর দায়িত্ব ছিল, তারাই সবার আগে নষ্ট গেছে।”
দেশে গণতন্ত্র ফেরাতে সকল গণতান্ত্রিক দল-মতকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। তারা সত্যিকার অর্থে ভালো রাষ্ট্র দেখতে চায়, কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায়।”
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এএফএম সোলায়মান চৌধুরীর লেখা ‘ফেনীতে ৩২১ দিন জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা’ শীর্ষক বইয়ের প্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
এএফএম সোলায়মান চৌধুরী ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ফেনীর জেলা প্রশাসক ছিলেন। সোলায়মান চৌধুরী পরে সচিব হন। ওয়ান-ইলেভেনর সরকারের সময় তিনি সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০০৯ সালে জামায়াতের রাজনীতিতে যুক্ত হন। পরে ২০২০ সালের ২ মে নতুন রাজনৈতিক দল এবি পার্টির আহ্বায়ক ছিলেন।
লেখক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, “আমলারা নিজেদেরকে এদেশের প্রভু মনে করে, এই দেশের রাজা মনে করে। সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না, সাধারণ মানুষের কোনো কথা শোনে না, সাধারণ মানুষের দুঃখের সঙ্গি হয় না, সাধারণ মানুষের সুখে সুখি হয় না। এটি হলো আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো।
“রাজনৈতিক ও আমলাতন্ত্র দুইটা একত্র করে সমস্যার সমাধান করতে পারলে জনগণকে এক কাতারে আনা সম্ভব এবং দেশের সকল সমস্যা সমাধান করা সম্ভব।”
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কবি আবদুল হাই শিকদার, সূচীপত্রের প্রকাশক সাঈদ বারী প্রমুখ উপস্থিত ছিলেন।