সালাহউদ্দিনের বিরুদ্ধে এস আলমের গাড়ি ব্যবহার এবং খোকনের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী নেতা দিলীপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠক করা নিয়ে চলছে আলোচনা।
Published : 02 Sep 2024, 11:16 PM
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে আসা দুটি অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানতে তাদের চিঠি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের জ্যেষ্ঠ নেতারা বলেন, দুটি চিঠি রোববার ওই দুই নেতার কাছে পৌঁছানো হয়। সোমবার খায়রুল কবির খোকন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অভিযোগের জবাব দিয়েছেন।
আর চিঠি পাওয়ার পর সালাহউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। সোমবার দুপুরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করে ব্যাখ্যাও দেন এ নেতা।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিজ এলাকা কক্সবাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করেন তিনি। আলোচিত এ ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে বিপুল পরিমাণ ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে।
লিংক- এস আলমের গাড়িতে ওঠা ‘অনিচ্ছাকৃত ভুল’, সালাহউদ্দিনের দুঃখ প্রকাশ
কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে গাড়ির বহর নিয়ে পেকুয়ায় যান সালাহউদ্দিন, যার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বিএনপির নেতাকর্মীরা।
অপরদিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে অভিযোগ, ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক স্বর্ণ ব্যবসায়ী নেতা দিলীপ কুমার আগারওয়ালার সঙ্গে তিনি একটি বৈঠক করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা।
এস আলমের গাড়ি ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে গুলশানের বাসভবনে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে গত ২৮ অগাস্টের ঘটনা তুলে ধরে সালাউদ্দিন বলেন, “গাড়ি সংক্রান্ত যে সংবাদটা প্রকাশিত হয়েছে, তাতে জনমনে কিছু বিভ্রান্তির সৃষ্টি হওয়া স্বাভাবিক। তারপরেও একটি পুরাতন গাড়ি আমার ছোট ভাই নিয়ে গেছে, সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে আমি উঠেছি। যদি জানতাম যে, এটা কোম্পানির গাড়ি, তাহলে হয়ত আমি সাবধনতা অবলম্বন করতাম।
“তারপরেও আমার এই অসাবধানতা এবং এই অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
অপরদিকে খায়রুল কবির খোকন অভিযোগটি অবান্তর হিসেবে তুলে ধরে তার ব্যাখ্যা বলেছেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে কেন্দ্র করে একটি পোস্ট করে যে সমস্ত ঘটনার অবতারণা করা হয়েছে, তা একান্তই সত্যের অপলাপ ছাড়া আর কিছুই না। আমার ছাত্রজীবনের রাজনীতি, লড়াই ইতিহাস এবং জাতীয় রাজনীতিতে আমার ত্যাগ, অবিচলতা, আনুগত্য, শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীলতা ও নৈতিকতার প্রশ্নে আপোষহীন অবস্থানের কথা আমাদের দলের প্রতিটি নেতাকর্মী অবগত।”