“এটি হবে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিমুক্ত স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন,” বলেন আখতার।
Published : 06 Oct 2023, 01:55 AM
‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে নতুন একটি ছাত্র সংগঠন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক, ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা আখতার হোসেন।
ডাকসু ভবনের সামনে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে সংগঠনের নাম ও আহ্বায়ক কমিটি ঘোষণা করেন আখতার। তার দাবি, এটি হবে ‘রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিমুক্ত স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন’।
প্রাথমিকভাবে গঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে আখতার হোসেন নিজেই আহ্বায়ক। সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাহিদ ইসলাম। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এছাড়া ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আহ্বায়ক এবং মো. আবু বাকের মজুমদারকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে।
শিগগিরই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কমিটি গঠন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:
https://www.facebook.com/bdnews24/posts/pfbid07DWspffEJxVkUEUvHqpXc7tqSVMH3Fxpk6E8eqeTX4DnZcnsfDSjQ9xSJr391jGql