Published : 06 May 2025, 12:45 PM
‘গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার পথরেখা তৈরিতে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল এনসিপির দেওয়া মৌলিক সংস্কারের রূপরেখা ‘সহায়তা করবে’ বলে প্রত্যাশা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
জাতীয় নাগরিক পার্টি –এনসিপি রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে তাদের তৈরি করা একটি ‘রূপরেখা’ জাতীয় ঐকমত্য কমিশনকে দিয়েছে।
মঙ্গলবার দলটির সদস্য সচিব আখতার হোসেন মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ সংস্কার প্রস্তাব কমিশনের সহ সভাপতি আলী রীয়াজের কাছে হস্তান্তর করেন।
সে সময় আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে আলী রিয়াজ বলেন, "আজকের আলোচনায় জাতীয় ঐক্যমতের পক্ষ থেকে প্রস্তাবের পাশাপাশি, জাতীয় নাগরিক পার্টি থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা এসেছে আমরা গ্রহণ করলাম। এটি পর্যালোচনা মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি।”
এ সময় চলতি মাসের ১৫ তারিখের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায় সংলাপ শেষ করার আশা প্রকাশ করেছেন আলী রীয়াজ।
তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিকভাবে অগ্রসর হচ্ছি। তার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি, একটি জাতীয় সনদ তৈরি করতে। যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করা। সেই প্রক্রিয়া আপনাদের মৌলিক সংস্কারের রূপরেখাগুলো অবশ্যই সহায়তা করবে।"
কমিশনের সহ-সভাপতি জানিয়েছেন, তিনি প্রত্যাশা করছেন এদিনের আলোচনা মধ্য দিয়ে আরো অনেকটা পথ অগ্রসর হওয়া যাবে।
" প্রাথমিক আলোচনা ধরে দ্বিতীয় পর্যায়ে আলোচনা প্রবেশ করতে পারবো। সেটা ১৫ মে এর পরে দ্রুততার সঙ্গে শুরু করতে পারব।"
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির এই সংলাপ শুরু হয়েছিল ১৯ এপ্রিল। সেদিনের আলোচনার পর সংলাপ মুলতবি হয়।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাভেদ রাসিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এই সংলাপে অংশ নিচ্ছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দাররের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং মোহাম্মদ আইয়ুব মিয়া।