সবচেয়ে বেশি নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন গাইবান্ধা ও গাজীপুর। দুটি জেলাতেই পাঁচটি করে সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন তিনজন করে নারী।
Published : 26 Nov 2023, 10:54 PM
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার আরও বেশি নারীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তবে একাদশ সংসদে সরাসরি ভোটে জিতে আসা চারজনকে বাদও দেওয়া হয়েছে।
গত নির্বাচনে ১৮টি আসনে নারী প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করেছিলেন। আগামী নির্বাচনে নৌকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ২৪টি আসনে।
আগামী ৭ জানুয়ারির ভোটকে সামনে রেখে রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি নারীদের প্রার্থী করার বিষয়ে আলাদা কোনো মন্তব্য করেননি, কেবল ২৯৮টি নাম পড়ে গেছেন।
আরও বেশি সংখ্যক নারীকে এবার মনোনয়ন দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারীর ক্ষমতায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। নারীদের সমাজের বিভিন্ন পেশায় উচ্চপদস্থ করার প্রয়াস নিয়েই তিনি চেষ্টা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইতিবাচক পদক্ষেপ হিসেবে জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের জন্য অনেক নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
সবচেয়ে বেশি নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন গাইবান্ধা ও গাজীপুর।
দুটি জেলাতেই পাঁচটি আসনের মধ্যে তিনটিতেই নারীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
গাইবান্ধা-১ আসনে আফরোজা বারী, গাইবান্ধা-২ আসনে মাহবুব আরা বেগম গিনিও পেয়েছেন দলের টিকেট।
গাজীপুরের দুই সংসদ সদস্য গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন (রিমি), গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি আবার মনোনয়ন পেয়েছেন, গাজীপুর-৩ আসনে প্রার্থী পাল্টে মনোনয়ন দেওয়া হয়েছে রুমানা আলীকে।
জাতীয় সংসদের স্পিকার আসনে শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে, মতিয়া চৌধুরী শেরপুর-২ আসনে, দীপু মনি চাঁদপুর-৩ আসনে এবারও লড়াই করবেন।
বর্তমান সংসদ সদস্যদের মধ্যে গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার, কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মুন্সিগঞ্জ-৪ আসনে সাগুফতা ইয়াসমীন এমিলি, কুমিল্লা-২ আসনে সেলিমা আহমাদ, কক্সবাজার-৪ আসনে শাহীন আখতার আবার পেয়েছেন মনোনয়ন।
সিরাজগঞ্জ-২ আসনে মোছা. জান্নাত হেনরীকে ফিরিয়ে আনা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সানজিদা খানম মনোনয়ন পেয়েছেন ঢাকা-৪ আসনে।
বরগুনা-২ আসনে সুলতানা নাদিরা, বরিশাল-৪ আসনে শাম্মী আহমেদ, ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম, লক্ষ্ণীপুর-৪ আসনে ফরিদুন্নাহার লাইলী ও চট্টগ্রাম-২ আসনে খাদিজাতুল আনোয়ার লড়াই করবেন।
অবশ্য মনোনয়ন পেয়েছেন মানে সবাই যে চূড়ান্ত প্রার্থী হতে যাচ্ছেন, সেটি নিশ্চিত নয়। কারণ, গতবারও মনোনয়ন দেওয়ার পর জোটের শরিকদের কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছিল।
এবারও আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের আগে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তখন চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে
মনোনয়ন পাননি যেসব নারী সংসদ সদস্য
একাদশ জাতীয় সংসদের চারজন নারী সংসদ সদস্যকে আবার মনোনয়ন দেওয়া হয়নি। এরা হলেন সিরাজগঞ্জ-৬ আসনে মেরিনা জাহান, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত, খুলনা-৩ আসনের মুন্নুজান সুফিয়ান ও নোয়াখালী-৬ আসনে বেগম আয়েশা ফেরদাউস।
অপরদিকে, গত সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে ইসমত আরা সাদেক জিতেছিলেন। পরে তার মৃত্যুতে ফাঁকা আসনে উপনির্বাচনে শাহীন চাকলাদারকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনে জিতেছিলেন রেবেকা মমিন। পরে তার মৃত্যু হলে উপনির্বাচনে এই আসনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় সাজ্জাতুল হাসানকে।
ফরিদপুর-২ আসনে ওই নির্বাচনে জিতেছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তার মৃত্যুর পর শূন্য আসনে উপনির্বাচনে মনোনয়ন পান তার ছেলে শাহাদাব আকবর।