মিনহাজ আমান নামে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
Published : 14 Dec 2024, 12:18 AM
একজন সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিনহাজ আমান নামে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ‘ঘৃণ্য অপরাধের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার দুপুরে আসিয়ান পরিবহনের বাসচালক নয়নের সঙ্গে তর্কের জেরে ইকবাল ও তার অনুসারীদের বিরুদ্ধে নয়নকে মারধরের অভিযোগ ওঠে। এ সময় বাসটি ভাঙচুর করা হয়। সাংবাদিক মিনহাজ আমান এর প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা।