পুলিশের কাজে বাধা দেওয়ার তিন মামলায় সাড়ে পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত তিনি।
Published : 14 May 2024, 12:46 AM
জামিনে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
এক মাস ১৩ দিন কারাবাসের পর সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে প্রধান ফটকে এলে সোহেলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় হাত নেড়ে তাদের উদ্দেশে শুভেচ্ছার জবাব দেন তিনি।
রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানায় সোহেলের বিরুদ্ধে তিনটি মামালা রয়েছে।
পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবর মাসে একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে আরেকটি মামলা করা হয় সোহেলের নামে। একই বছর নিউ মার্কেট থানায়ও তার বিরুদ্ধে একটি মামলা হয়।
গত বছর দুই থানার মামলায় তাকে মোট সাড়ে পাঁচ বছর সাজা দেন বিচারক। পল্টন থানার দুই মামলায় দুই বছর করে মোট চার বছর এবং নিউ মার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন সোহেল।
৩১ মার্চ তিন মামলায় আত্মসমর্পণ করে ঢাকার মুখ্য হাকিম আদালতে জামিন চেয়েছিলেন সোহেল। তবে মহানগরের দুই হাকিম মইনুল ইসলাম ও আক্তারুজ্জামান সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।