সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল জজ আদালত।
Published : 04 Mar 2025, 12:32 PM
দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আপিলের রায় জানা যাবে আগামী ৩০ এপ্রিল।
আমানের আপিল শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার রায়ের এ দিন ঠিক করে দেয়।
আপিল আদালতে আমানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “একই ধরনের মামলায় হাই কোর্টের একই বেঞ্চ আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খালাস দেয়, কিন্তু সাবেক ডাকসু ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সাজা বহাল রাখে। আমরা বিষয়টা আদালতে উপস্থাপন করেছি।”
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে এ মামলা করে দুদক।
ওই বছরের ২১ জুন আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত।
ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন তারা। ২০১০ সালের ১৬ অগাস্ট হাই কোর্ট তাদের খালাস দেয়।
হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে যায়। আপিল বিভাগ ২০১৪ সালের ২৬ মে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেয় হাই কোর্টকে।
২০২৩ সালের ৩০ মে হাই কোর্ট আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেয়।
ওই বছরের ১২ সেপ্টেম্বর হাই কোর্টের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন আমান উল্লাহ আমান।