গয়েশ্বর মনে করেন, ভোটার উপস্থিতির হারে উপজেলা নির্বাচন ৭ জানুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে।
Published : 14 May 2024, 04:40 PM
বিদেশি রাষ্ট্রের পরামর্শে দেশ পরিচালনার অভিযোগ এনে বর্তমান সরকারকে ‘টবে সাজানো ফুল গাছের’ সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, “যারা পরনির্ভরশীল, অর্থাৎ যাদের শক্তি একটি দেশ, যাদের জনগণের শক্তি নাই, একদম নাই.. শেষ। অর্থাৎ টবের মধ্যে সাজানো ফুল গাছ… পানির অভাব পড়লে গাছটা শুকিয়ে যায়।
“সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ যাবে, তখন আপনাদের (সরকার) নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে। বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, আর যাই হোক, সরকারে থাকতে পারেন, কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না, জনগণ নিঃসংকোচে তাদেরকে ঘৃণা করে।“
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোনা সভায় কথা বলছিলেন গয়েশ্বর। নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে সম্মিলিত যুব ফোরাম।
বিএনপি নেতা গয়েশ্বর মনে করেন, ভোটার উপস্থিতির হারে উপজেলা নির্বাচন ৭ জানুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে।
“ভোট কেন্দ্রে কেন ভোটার ছিল না? আমরাতো বাধা দিইনি তাদের, কেন যায় না?। গণতন্ত্রের যে মূল জায়গাটা, চেতনাবোধটা বা যে আস্থাটা সেই আস্থাটা আপনি আস্তাকুঁড়ে নিক্ষেপ করে দিয়েছেন।এর ফল আপনাদের ভোগ করতে হবে।”
সরকারের উদ্দেশে গয়েশ্বর বলেন, “আপনাদেরকে বলব, মৃত্যু তো হবে সেটা অন্য কথা, কিন্তু আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। এটা স্মরণ করতে হবে, স্মরণ করলেই আপনারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারতেন না।”
সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম আলিম, শাহ নেছারুল হক, আকরামুল হাসান, মহানগর দক্ষিন বিএনপির রফিকুল আলম মজনু, আবদুস সাত্তার, যুব দলের গোলাম মাওলা শাহিন, সাঈদ হাসান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের এ এ জহির উদ্দিন তুহিন, ছাত্র দলের নিয়াজ মাহমুদ নিলয় বক্তব্য দেন।