ইসির আপিলে বাতিল হওয়া স্বতন্ত্র ও ডামি প্রার্থীদের ফের প্রার্থিতা ফিরিয়ে দিয়ে সরকার নির্বাচন নিয়ে খেলছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এই নেতা।
Published : 12 Dec 2023, 09:30 AM
বিচারের নামে বিএনপি নেতা-কর্মীদের তড়িঘড়ি করে সাজা দিয়ে করাবন্দি করলেও সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রুহুল কবির রিজভী।
ইসির আপিলে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের ফের প্রার্থিতা ফিরিয়ে দিয়ে সরকার ‘নির্বাচন নিয়ে খেলছে’ বলেও অভিযোগ করেছেন বিএনপির এই নেতা।
মঙ্গলবার সকালে বিএনপির অবরোধের শুরুতে সকাল ৭টায় রাজধানীর বাংলা মোটর এলাকায় ঝটিকা মিছিল শুরুর আগে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপির নেতৃত্বকে নিশ্চিহ্ন করতে সরকার ক্যাঙ্গারু আদালত বসিয়েছে। সেখানে গায়েবি মামলার বিচার হচ্ছে দিনে-রাতে। গায়েবি মামলা দিচ্ছে পুলিশ, সাক্ষীও দিচ্ছে পুলিশ। আইনের তোয়াক্কা না করে প্রহসনের বিচারের নামে তড়িঘড়ি করে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক রায় দিচ্ছেন দলবাজ কিছু বিচারক।”
“আমরা বলে দিতে চাই, ফরমায়েশি রায়ের এসব সাজায় এই অবৈধ সরকারকে রক্ষা করা যাবে না, এই ফ্যাসিস্ট সরকার পার পাবে না।”
গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যাওয়ার পর থেকে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে এর আগে ১০ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় ৪ দিন হরতাল করেছে বিএনপি।
বেশিরভাগ অবরোধ ৪৮ ঘণ্টার হলেও এবার দলটি ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে, যেটি মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
মামলা-গ্রেপ্তার করে নির্বাচনী মাঠ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, “এখন মাঠে আছে শুধু নিজেরা নিজেরা। একবার ডামি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করলেন রিটার্নিং অফিসার, আবার আপিলে গিয়ে বাতিল হওয়া সব মনোনয়নপত্র বৈধ দেখানো হচ্ছে।
“উদ্দেশ্য কি অনেক প্রার্থী… ডামি-স্বতন্ত্র প্রার্থী দিয়ে ‘আমরা আর মামুদের’ নির্বাচন নির্বাচন খেলা করছে সরকার ও তার বংশবদ নির্বাচন কমিশন। এসব করে কোনো লাভ হবে না।..নির্বাচন রুখে দেবে জনগণ।”
যুবদল, ছাত্রদলের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী নিয়ে রিজভীর মিছিল বাংলা মোটরের মোড় থেকে শুরু হয়ে খানিকটা এগিয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বরাবরের মত আত্মগোপনে চলে যান রিজভী।
মিছিলে মুন্সীগঞ্জ বিএনপির খোন্দকার আকবর হোসেন, ড্যাবের শরীফুল ইসলাম, ছাত্র দলের সা্বেক নেতা তারেকুজ্জামান তারেক, জাকির হোসেন, যুব দলের মাসুদ খান পারভেজ, কামরুজ্জামান জুয়েল, মেহবুব মাসুদ শান্ত, মহানগর দক্ষিন বিএনপির নাদিয়া পাঠান পাপন, নিলুফার ইয়াসমীন নিলু, ছাত্র দলের মাহবুব মিয়া, রাফিজুল হাই রাফিজসহ অন্যান্য নেতারা ছিলেন।
এছাড়া ধানমণ্ডিতে সকাল ৭টায় ছাত্রদল মিছিল করেছে। এই মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, কেন্দ্রীয় নেতা রিয়াদ রহমান, মনজরুল আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, আহি আহমেদ জুবাযের, জু্য়েল হাসান, ফারুক হোসেন, সাহেদ হাসান, মোবারক হোসেনসহ ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তেজগাঁও কলেজ, মিরপুর বাঙলা কলেজে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব-পশ্চিম ছাত্রদলের নেতারা ছিলেন।