ফজলে রাব্বীর আসনে নৌকার মাঝি ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন

মাহমুদ হাসান রিপন ২০০৬ সাল থেকে ৬ বছর ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2022, 02:49 PM
Updated : 10 Sept 2022, 02:49 PM

সংসদ সদস্য হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য গাইবান্ধা-৫-এর (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপ-নির্বাচনে তাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

রিপন ২০০৬ সালে ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন, ছিলেন ২০১১ সাল পর্যন্ত। তিনি এবারই প্রথম ভোটের লড়াইয়ে নামছেন।

শনিবার শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা হয়।

মনোনয়ন বোর্ডের সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রয়াত ফজলে রাব্বি মিয়ার আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনকে মনোনয়ন দিয়েছে।”

Also Read: গাইবান্ধা-৫: ফজলে রাব্বীর আসনে নৌকার মাঝি কে?

এই আসনে ফজলে রাব্বী মিয়ার মেয়ে, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলীও মনোনয়ন চেয়েছিলেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২২ আগস্টে যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর দুদিন পরই তার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয়।

জাতীয় সংসদ আইন অনুযায়ী, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১২ অক্টোবর সেখানে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে।

বিএনপি এই সময়ে সব নির্বাচনই বর্জন করে আসছে।