এখন প্রশাসনের লোকেরা প্রকৌশলীদের ‘কাজ নিয়ে যায়’ বলে উষ্মা প্রকাশ করেছেন জাতীয় পার্টির নেতা।
Published : 13 May 2024, 11:18 PM
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন শক্তিশালী ছিল বলেই একসময় প্রকৌশলীদের পেছনে ডিসিরা ‘ঘুরত’ বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা জিএম কাদের।
এখন প্রশাসনের লোকেরা প্রকৌশলীদের কাজ নিয়ে যায় বলে উষ্মা প্রকাশ করে তিনি বলেছেন, “পাকিস্তান আমলেও এ সমস্যা ছিল। তখন সিএসপি কর্মকর্তারাও চাইত সব কাজ করতে।”
সোমবার রাজধানীর রমনায় দেশের প্রাচীন পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনের সমাপনী পর্বে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, যিনি একজন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।
বিরোধী দল এবার প্রকৌশল পেশার মানোন্নয়নেও কাজ করবে মন্তব্য করে তিনি বলেন, “প্রকৌশলীদের ঐক্যবদ্ধ হতে হবে, আরও বেশি শক্তিশালী হতে হবে। সব কিছু বাদ দিয়ে প্রকৌশলীদের পেশাদারিত্বের প্রমাণ দিতে হবে।”
প্রকৌশল সংস্থায় প্রকৌশলীদের যোগ্য স্থান দেওয়ার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, “প্রকৌশল কাজ অপ্রকৌশলীরা করতে পারেন না। কর্মকর্তাদের শক্তি আছে, থাকবে। প্রকৌশলীরা সব কাজ করবেন কিন্ত সুবিধা নেবেন প্রশাসনের মানুষ, এটা অন্যায়।”
সংসদীয় গণতন্ত্রের ‘সর্বোচ্চ ব্যবহার’ করার তাগিদ দেন বিরোধী দলীয় নেতা। তার মতে, গণতন্ত্র না থাকলে সুশাসন হয় না। সুশাসন না থাকলে জনগণের শান্তি থাকে না।
সমাপনী পর্বে আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ন্যানো টেকনোলজি, এআই ও রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে প্রকৌশলীদের ভূমিকা ও সরকারের সঙ্গে সমান্তরালে এগিয়ে যাওয়াই আইইবির লক্ষ্য। তথ্যের নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহির বাংলাদেশ তৈরি করতেই প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।
আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম মঞ্জুরুল হক মঞ্জু প্রকৌশলীদের পক্ষে কিছু দাবি তুলে ধরেন কনভেনশনে।
ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে প্রধান প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত মর্যাদা অনুযায়ী অন্তর্ভুক্ত করা, প্রকৌশল কাজে চর্চাবিহীন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগ না দেওয়া, আইসিটি ক্যাডার বাস্তবায়ন করা এবং ২০০৬ সাল থেকে বিসিএস টেলিকম ক্যাডারে বন্ধ হওয়া নিয়োগ প্রক্রিয়া আবার চালু করার দাবি রয়েছে এর মধ্যে।
প্রকৌশলীদের এসব দাবি জাতীয় সংসদে তুলে ধরতে জিএম কাদের প্রতি অনুরোধ জানান মঞ্জুরুল হক।
অন্যদের মধ্যে আইইবির ভাইস প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন শিবলু, খন্দকার মঞ্জুর মোর্শেদ, মো. নুরুজ্জামান, কাজী খায়রুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিন, অমিত কুমার চক্রবর্তী, আবুল কালাম হাজারী ও রনক আহসান এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করেন শনিবার। এবারের কনভেশনের মূল প্রতিপাদ্য ছিল ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ’।
পুরনো খবর