আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে পদযাত্রা করেছে গণতন্ত্র মঞ্চ।
Published : 18 Jul 2023, 09:15 PM
ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলার প্রসঙ্গ ধরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার আন্দোলনের চাপে বেসামাল হয়ে এমন আচরণ করছে।
আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে মঙ্গলবার গণতন্ত্র মঞ্চের পদযাত্রা করার সময় একথা বলেন তিনি।
ঢাকার মিরপুরে পদযাত্রার আগে সমাবেশে মান্না বলেন, “গণআন্দোলনের চাপে এই সরকার এখন বেসামাল হয়ে গেছে। এরা এখন বিদায়ের দিন গুনছে। এই সরকারকে বিদায় দিয়ে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।”
হিরো আলমের উপর হামলার নিন্দা জানিয়ে জেএসডি সভাপতি আ স ম আদুর রব বলেন, “তার উপর যখন হামলা হয়, তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। বাহ বাহ।
“যে সরকার একজন স্বতন্ত্র প্রার্থীর নিরাপত্তা দিতে পারে না, তারা আবার বলে কি না সুষ্ঠু নির্বাচন করবে! ওদের এক কথা যে মিখ্যা ও বানোয়াট এটা হিরো আলমের ওপর হামলার ঘটনায় প্রমাণ মেলে।”
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “এই সরকারের অধীনে যে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না, তা ঢাকা-১৭ এর উপনির্বাচনে আরেকবার প্রমাণিত হয়েছে। হিরো আলমকে তারা প্রতিপক্ষ বানিয়েছে। এসবের মধ্য দিয়ে সরকারই নিজেদের রাজনৈতিক মৃত্যু ডেকে আনছে।”
গণতন্ত্র মঞ্চের সন্বয়কারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “বিরোধী দলহীন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে। হিরো আলমের বিরুদ্ধেও আওয়ামী লীগ কারচুপি ও সন্ত্রাসের আশ্রয় নিতে হয়েছে।”
দুপুর ১২টায় মিরপুর-১২ বাসস্ট্যান্ডে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এরপর পদযাত্রা শুরু হয়, শেষ হয় মিরপুর-১০ নম্বর গোল চত্বরে।
সমাবেশে জেএসডির সভাপতি রব বলেন, “এই ভোটচোর, দূর্নীতিবাজ, ফ্যাসিবাদী সরকারকে দেশের মানুষ আর বরদাশত করতে পারছে না, এদেরকে মানুষ আর দেখতে চায় না।
“জনগণ জেগে উঠেছে। তোমরা (সরকার) যত নীলনকশা কর, কোনো কাজে আসবে না। তোমাদেরকে যেতে হবে।”
মান্না বলেন, “কোনো নীল নকশা এবার কাজে আসবে না। আমরা আমাদের লড়াই চালাব। আমাদের একটাই কথা, এই সরকার বদলাতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।”
জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সঞ্চালনায় এই সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বক্তব্য রাখেন।
বুধবার গণতন্ত্র মঞ্চ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব থেকে কমলাপুর পর্যন্ত পদযাত্রা করবে।