২০১৮ সালের জুলাই মাসে ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু মারা যাওয়ার পর এই পদটি দীর্ঘদিন শূন্য থাকার পর এই পদে নিয়োগ দেয়া হল।
Published : 21 Feb 2024, 04:22 PM
ঝালকাঠির জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালকে দলের জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছে বিএনপি।
বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মনোনয়নের কথা জানানো হয়।
২০১৮ সালের জুলাই মাসে ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু মারা যাওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।
২০০৮ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামাল।