‘‘উনার শরীরটা ভালো না। ওয়েট কমে গেছে পাঁচ কেজি। বুঝতেই পারছেন… মনটা আমার ভালো না,” বলেন তার স্ত্রী রাহাত আরা।
Published : 26 Jan 2024, 07:16 PM
প্রতিবছর জন্মদিনের ভোরে অস্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ের টেলিফোনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘুম ভাঙলেও এবার তেমনটা ঘটেনি।
৭৬তম জন্মবার্ষিকীতে শুক্রবার বিএনপি মহাসচিবের সময় কেটেছে কেরাণীগঞ্জে, কেন্দ্রীয় কারাগারের ছোট কক্ষে।
এদিন বেলা ১১টায় গুলশানের বাসা থেকে স্ত্রী রাহাত আরা বেগম তার ছোট মেয়ে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ফখরুলের বোনকে নিয়ে কারাগারে যান।
রাহাত আরা বেগম বলেন, ‘‘উনার শরীরটা ভালো না। ওয়েট কমে গেছে পাঁচ কেজি। বুঝতেই পারছেন… মনটা আমার ভালো না।
‘‘আমরা তিনজন সকালে কেরাণীগঞ্জ গিয়েছিলাম, দেখা হয়েছে, কিছু সময় থেকে চলে এসেছি। দোয়া করবেন উনার জন্য।”
ফখরুলের দুই সন্তানের মধ্যে বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়া প্রবাসী, ক্যানবেরায় ফেডারেল মেডিকেল কাউন্সিলের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমন্ডিতে একটি ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষকতা করেন।
মির্জা ফখরুলের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি, ঠাকুরগাঁওয়ে। বাবা প্রয়াত মির্জা রুহুল আমিন মুসলিম লীগের নেতা ছিলেন, মন্ত্রীও ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ফখরুল ছাত্রজীবনে বাম রাজনীতি করেছেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি।
ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে শিক্ষকতা করেছেন ফখরুল। সরকারি চাকরি ছেড়ে আশির দশকে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন।
২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চার দলীয় জোট সরকারের বেসামরিক বিমান চলাচল ও কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব হওয়ার আগে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এই পদটি সৃষ্টি করা হয়েছিল তারেক রহমানের জন্য। তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হওয়ার পর ওই পদে মির্জা ফখরুলকে আনেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের পরদিন গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুলকে, তখন থেকেই তিনি কারাগারে।
ওই ঘটনায় রমনা ও পল্টন থানার ৯ মামলায় জামিন পেয়েছেন তিনি। কিন্তু বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন না মেলায় গত তিন মাস ধরে কারাগারে থাকা এ বিএনপির নেতার মুক্তি মিলছে না।