গত সপ্তাহে চিকিৎসকদের পরামর্শে বিএসএমএমইউতে ভর্তি করে আইসিইউতে রাখা হয় তাকে।
Published : 29 Dec 2024, 08:45 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন।
তার বয়স হয়েছিল ৭০ বছর।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ঝর্ণা রায় রোববার বিকালে মারা যান বলে তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী জানিয়েছেন।
“মা বিকাল ৩টা ৫৮ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন,” বলেন নিপুণ।
দীর্ঘদিন ধরে ঝর্ণা রায় হৃদরোগ, কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন।
গত সপ্তাহে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে বিএসএমএমইউতে ভর্তি করে আইসিইউতে রাখা হয় তাকে।
ঝর্ণা রায় দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
ঝর্ণা রায়ের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শোক প্রকাশ করেছেন।