নাশকতার অভিযোগে দশ বছর আগে রাজধানী মিরপুর থানায় দায়ের করা তিনটি মামলায় বিএনপির ২২ নেতাকর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালত বুধবার এই রায় ঘোষণা করেন।
রায়ে আসামিদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন বিচারক।
এ আদালতের পেশকার জহিরুল আহসান বলেন, রায় ঘোষণার সময় কোনো আসামি আদালতে হাজির ছিলেন না। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করেছে আদালত।
ঢাকার মিরপুর এলাকায় নাশকতার অভিযোগে ২০১৩ সালে ওই তিনটি মামলা দায়ের করা হয়েছিল।
এক মামলায় দণ্ডিত আটজন হলেন- সাইফুল ইসলাম, বিজয়, মামুন হাসান, হুমায়ন কবীর রওশন, হেলাল মাতুব্বর, হুমায়ন কবীর, রাশেদ ইমাম স্বাধীন ও খলিলুর রহমান।
অপর মামলায় দণ্ডিত ছয়জন হলেন- এস এম সগির, বশির, সেলিম, শামীম মোল্লা, মামুন হাসান ও মঙ্গল।
আরেকটি মামলায় দণ্ডিতরা হলেন- বিল্লাল হোসেন, কামাল হোসেন, এস এম আশরাফুর রহমান আশরাফ, মনোয়ার হোসেন, আমিন পাটোয়ারী, মফিজুল ইসলাম নয়ন, মানিক ও খোকন।