অনিয়মের কারণে এই উপ-নির্বাচন স্থগিত করেছে ইসি।
Published : 12 Oct 2022, 10:55 PM
গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের তফসিল আবার ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার ভোট গ্রহণের মাঝপথে অনিয়মের কারণে নির্বাচন স্থগিতের ঘোষণা সিইসি কাজী হাবিবুল আউয়াল দেওয়ার পর এক বিবৃতিতে এই দাবি জানান কাদের।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শূন্য গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টি ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। এছাড়া ছিলেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। বিএনপি নির্বাচনে অংশ নেয়নি।
এই নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসিয়েছিল ইসি, যা ঢাকা থেকে পর্যবেক্ষণ করা হচ্ছিল। ভোটগ্রহণের মাঝপথে ইভিএমের গোপন কক্ষে অযাচিত ব্যক্তিদের দেখার পর সিইসি ভোটগ্রহণ বন্ধের সিদ্ধান্ত জানান।
গোপন কক্ষে ব্যাপক অনিয়ম, মাঝপথে বন্ধ হল গাইবান্ধার ভোটগ্রহণ
বিবৃতিতে জি এম কাদের বলেন, “উপ-নির্বাচনে আজ সকাল থেকেই প্রায় শতভাগ কেন্দ্রে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থীর এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা।
“তারা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে, আবার ভোট কেন্দ্রের গোপন কক্ষে সন্ত্রাসীরা অবস্থান করে ভোটারের ইচ্ছের বিপক্ষে ভোট দিয়েছে।”
উপ-নির্বাচন বন্ধ ঘোষণা করায় ইসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “একই সাথে আমরা গাইবান্ধা-৫ আসনে তফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।”
আওয়ামী লীগ ইতোমধ্যে ইসির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছে, কোনো গোলযোগ না হলেও কেন ইসি নির্বাচনটি বন্ধ করল, তা তাদের বোধগম্য নয়।