রোজার প্রথম দিন এতিম ও ওলামাদের সম্মানে এবং ২৪ মার্চ কূটনীতিকদের সন্মানে ইফতার আয়োজন করে দলটি।
Published : 28 Mar 2024, 07:14 PM
রাজনীতিকদের সম্মানে ঢাকায় ইফতার আয়োজন করল বিএনপি।
বৃহস্পতিবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির আবদুল মঈন খান, সেলিমা রহমান, গণতন্ত্র মঞ্চের মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, গণতান্ত্রিক বাম ঐক্যের হারুনুর চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোটের খন্দকার লুফর রহমান, ১২ দলীয় জোটের সাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকন্দ, জেএসপির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন বেপারী, এবি পার্টির এ এফ এম সোলায়মান চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের রুহুল আমিন গাজী, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের অধ্যাপক ওবায়দুল ইসলাম।
রোজার প্রথম দিন এতিম ও ওলামাদের সম্মানে এবং ২৪ মার্চ কূটনীতিকদের সন্মানে ইফতার আয়োজন করে বিএনপি।