লাঙ্গল নিয়ে ভোট করে হেরে গেলেও সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা।
Published : 15 Feb 2024, 07:13 PM
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জাতীয় পার্টি আগেরবারের সংসদ সদস্য সালমা ইসলামকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পাওয়া অপরজন হলেন দলের ভাইস চেয়ারম্যান নুরুন নাহার।
বৃহস্পতিবার দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের মনোনয়ন দেওয়ার এ তথ্য জানায়।
গত ৭ জানুয়ারির নির্বাচনে লাঙ্গল নিয়ে ভোট করে সংসদ সদস্য হতে না পারা এ দুইজনকে সংরক্ষিত আসনে জায়গা দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে সংসদে বিরোধী দলটি।
এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির পার্লামেন্টটারি বোর্ড অ্যাডভোকেট সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগমকে (ঠাকুরগাঁও) মনোনয়ন দিয়েছে।
আগের দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের মনোনীত ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করে।
সালমা ইসলাম একাদশ সংসদেও জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি ছিলেন। একাদশের মতো দ্বাদশ সংসদেও ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।
আওয়ামী লীগের মনোনয়ন: একাদশের সংরক্ষিতদের মধ্যে দ্বাদশে কেবল ৭
আওয়ামী লীগের টিকেটে সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন যারা
আর জাপার মহিলা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুন নাহার ঠাকুরগাঁও-২ আসন থেকে লাঙ্গল প্রতীকে ভোট করে পরাজিত হন। জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
এবার সংরক্ষিত আসনে ভোট হবে ১৪ মার্চ। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে।
দ্বাদশ সংসদে আসন অনুপাতে এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ ৪৮টি ও জাপা দুটি আসন পাবে।