বুধবার রাত সাড়ে ৭ টায় তিনি কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পান।
Published : 05 Jun 2024, 10:04 PM
এক মাসের বেশি কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়েছেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার রাত সাড়ে ৭ টায় তিনি কেরানীগঞ্জের কারাগার থেকে বেরিয়ে আসেন বলে যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না জানান।
এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন টুকু।
যুবদলের সাধারণ সম্পাদক মুনায়েম মুন্না, সহসভাপতি নুরুল ইসলাম নয়নসহ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
তিন মামলায় টুকুকে সাড়ে ৭ বছর সাজা দিয়েছে আদালত।
গত ২৯ এপ্রিল ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।