২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বিকাশ হয়নি পর্যটন সংস্কৃতির
বর্ষা শেষে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে বিলের পর বিলজুড়ে ফোটে লাল শাপলা। এ সময় দেশের নানান প্রান্ত থেকে পর্যটক আর প্রকৃতিপ্রেমীরা ছুটে যান সেখানে, উপভোগ করেন সবুজের পটভূমিতে লাল শাপলার অপরূপ সৌন্দর্য। তবে সুবিধা নেই কিছুরই। ছবি: মোস্তাফিজি মামুন।