Published : 03 May 2011, 03:45 PM
কথাটা মনে হচ্ছে এ কারণেই যে, আয়োজন করে আজ আর দিবসটি পালন করা হয় না। মূলধারার রাজনৈতিক দলগুলো তো দিবসটি পালন করেই না। কেবল কিছু বামপন্থী দল আর সংগঠন দিনটির কথা মনে রেখেছে। এমনকি মূলধারার জাতীয় দৈনিকগুলোর প্রথম পৃষ্ঠার কোনো শিরোনামে দিনটির কথা উল্লেখ করা হয় না, হয়তো ভেতরের দিকে কোথাও সামান্য কয়েক লাইনে এর উল্লেখ পাওয়া যায়। পত্রিকাগুলো কোনো সম্পাদকীয় পর্যন্ত প্রকাশ করে না। আর এভাবেই আমরা প্রায় ভুলতে বসেছি 'স্বৈরাচার প্রতিরোধ দিবস'-এর কথা।
কারণ এত অল্প দিনেই আমাদের ত্যাগ আর অর্জনগুলোর কথা ভুলে গেলে কি জাতি হিসেবে আমাদের মাথা একটু হেঁট হয়ে যায় না?
বীরেন্দ্র নাথ অধিকারী: মুক্তিযোদ্ধা ও তথ্যপ্রযুক্তিবিদ।