এ বছর শীত যেন ক্ষণে ক্ষণে রূপ বদলাছে। কখনও তীব্র শীত, তো কখনও জমাট কুয়াশা। বুধবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা দেখা গেল রাজধানীতে। সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের; গাড়ি চলেছে হেডলাইট জ্বালিয়ে। তবে এদিন ঢাকায় শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে।
Published : 24 Jan 2024, 04:19 PM