সড়কের পাশে ফুটপাতে সারি করে রাখা হয়েছে ইফতার। ঢাকার বনানী ১১ নম্বর সড়কে রাস্তার পাশের এ ইফতারের অতিথি ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। বনানী ছাড়াও ঢাকার বিভিন্ন সড়কের পাশে প্রতিদিন এক হাজারের বেশি ইফতারের এ আয়োজন করে ‘ভালো কাজের হোটেল’।
Published : 09 Apr 2023, 08:44 PM