ঢাকায় ‘টার্ন টেবিল’ নষ্ট থাকায় ট্রেনের ইঞ্জিন বা লোকোমোটিভ ঘোরানো যায় না; আর এতে ইঞ্জিনগুলোকে উল্টো করেই ট্রেন চালাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। শীতের মৌসুমে এভাবে চলতে গেলে ‘সিগন্যাল ওভারশ্যুট’ বা লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর এ নিয়ে সমালোচনার মধ্যে বুধবার কমলাপুরে ‘টার্ন টেবিল’ মেরামত করতে দেখা গেছে।
Published : 25 Oct 2023, 06:33 PM