মাঠে গড়াচ্ছে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট’

প্রতিযোগিতায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া থেকে ৫৫টি দল এবার অংশ নিচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 12:07 PM
Updated : 19 Nov 2023, 12:07 PM

ইলেকট্রনিক পণ্য উৎপাদনের দেশীয় কোম্পানি ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় মাঠে গড়াচ্ছে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট।

রাজধানীর পল্টন ময়দান আউটার স্টেডিয়ামে সোমবার থেকে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ শুরু হচ্ছে।

শনিবার সেগুনবাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয় এবার ‘নকআউট সিঙ্গেল এলিমিনেটর’ পদ্ধতিতে টুর্নামেন্ট হবে। প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া থেকে ৫৫টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

এছাড়া ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দিন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ ও কার্যনির্বাহী সদস্য কিরণ শেখ ছিলেন সংবাদ সম্মেলনে।

ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, “ওয়ালটন বরাবরই ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য খেলাধূলায় পৃষ্ঠপোষকতা করে থাকে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণভাবে ওয়ালটন সবসময় ডিআরইউর পাশে থাকে। এরই ধারাবাহিকতায় ডিআরইউ সদস্যদের বিনোদনের জন্য আয়োজিত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টেও ওয়ালটনকে পাশে পেয়েছি।“

ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, “ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে মূলত সাংবাদিকদের জন্য একটু বিনোদনের আয়োজন করা হয়। এবারের আয়োজন বিশাল। ডিআরইউর এই আয়োজনের সঙ্গী হতে পেরে ওয়ালটন অত্যন্ত আনন্দিত।”