আগের দিন সকালের বৃষ্টিতে রাজধানীকে ভাসিয়ে দেওয়া থইথই পানি অনেক জায়গা থেকে নেমে গেলেও জলাবদ্ধতা থেকে এখনও মুক্তি মেলেনি বুয়েট কলোনির বাসিন্দাদের। শনিবারও আজিমপুরে কলোনি ডুবে রয়েছে পানিতে। শুধু কলোনির চারপাশ নয়, নিচতলার বাসাগুলোতে পানি ঢুকে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের।
Published : 13 Jul 2024, 07:01 PM