দিন ফুরিয়েছে সাময়িকীর, হারিয়ে গেছে ‘ম্যাগাজিন গলি’

এক সময় নীলক্ষেতে পুরনো বইয়ের দোকানগুলোতে দেশি-বিদেশি সাময়িকীর চাহিদা ছিল তুঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এ বই বাজারের মধ্যে আলাদা ‘ম্যাগাজিন গলি’ই ছিল। দিন বদলেছে এখন, সাময়িকীর চাহিদাও কমেছে। ধীরে ধীরে জৌলুস হারিয়েছে সেই গলি; নামও ভুলেছে সবাই, জায়গা নিয়েছে অন্য দোকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 09:37 AM
Updated : 11 March 2023, 09:37 AM