বড় জাহাজে করে সমুদ্রবন্দরে আনা খাদ্যশস্য ছোট আকারের জাহাজে করে আনা হয় নারায়ণগঞ্জে। কাচপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটিতে এসব খাদ্যশস্য খালাস করেন শ্রমিকরা। লাইটার জাহাজ থেকে ট্রাকে তোলা পর্যন্ত বস্তাপ্রতি ৮ টাকা পান তারা। বস্তাপ্রতি ২ টাকা করে সেলাইয়ের কাজ করেন আরেকদল শ্রমিক। এসব কাজ করেই সংসার চলে জেটির আশপাশে বসবাসকারী শ্রমিকদের।
Published : 16 Nov 2024, 11:37 PM