বিস্তীর্ণ মাঠজুড়ে পেঁয়াজের ফুল এপ্রিলের রোদে শুকিয়ে হয়েছে ঝুনো, দলবেঁধে সেসব ফুল সংগ্রহ করছেন নারীরা। ফরিদপুরের প্রায় ১ হাজার ৮৫৪ হেক্টর জমিতে লাগানো এই পেঁয়াজের ফুল থেকেই বীজ সংগ্রহ করছেন কৃষকেরা। এবার আবাদ বাম্পার হওয়ায় ভালো লাভের প্রত্যাশাও করছেন তারা।
Published : 16 Apr 2025, 12:57 PM