চব্বিশের জুলাই আন্দোলনের চিহ্ন ফুটে আছে রাজধানীর বিভিন্ন সড়ক, খুঁটি আর দেয়ালে দেয়ালে। আন্দোলনে সরকারপতনের পরও অনেক গ্রাফিতি আঁকা হয়েছে রাজধানীজুড়ে। তবে সেসব স্মৃতিচিহ্ন এখন ছেয়ে যাচ্ছে বিভিন্ন পোস্টারে। মৌচাক-মগবাজার ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতিগুলোও এভাবে চাপা পড়ে আছে।
Published : 09 Apr 2025, 07:49 AM