ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বানানো যাত্রী ছাউনিগুলো একসময় পথচলতি মানুষের জন্য স্বস্তি হয়ে এসেছিল। সেসব এখন যেন বিভীষিকা! ভাঙাচোরা ছাদ, বসার বেঞ্চ উধাও, চারপাশে আবর্জনা- কঙ্কালসার যাত্রী ছাউনিগুলো।