ফাল্গুনের পূর্ণিমা তিথিতে দোল উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। গৌর পূর্ণিমার সময়ের এ উৎসব দোলযাত্রা কিংবা দোল পূর্ণিমা নামেও পরিচিত। দোল বা হোলি উৎসবে রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ নানা আচার শেষে রঙ খেলায় মেতে ওঠেন সবাই।
Published : 07 Mar 2023, 06:22 PM