ঝুঁকি জেনেও হাই ভোল্টেজ বিদ্যুতের টাওয়ার থেকে হাতিঝিলের লেকের পানিতে লাফিয়ে পড়ছে শিশু-কিশোররা। নিম্ন আয়ের পরিবারের এসব শিশুরা বৃষ্টি হলেই আনন্দে মেতে উঠতে হাই ভোল্টেজ টাওয়ারে উঠে পড়ে। পানি পরিষ্কার থাকলে বছরের বাকি সময়েও আশেপাশের কয়েকটি এলাকার শিশুদের গোসল করতে দেখা যায় এই লেকে।
Published : 06 Sep 2022, 05:23 PM