শুরু হতে যাচ্ছে এফডিসিবি বাংলাদেশ ফ্যাশন উইক ২০২৩

পোশাকের সঙ্গে প্রকৃতির যোগসূত্র তুলে ধরতে একত্রিত হয়েছেন পোশাক নকশাকররা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 01:31 PM
Updated : 13 March 2023, 01:31 PM

দেশি ও ভারতীয় পোশাক নকশাকরদের অংশগ্রহণে এবারের বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে ‘পোশাক এবং প্রকৃতি একই সুতোয় গাঁথা’।

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) আয়োজনে এই ফ্যাশন উইক অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ মার্চ।

রবিবার (১২ মার্চ) গুলশান ক্লাবে এই উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফডিসিবি’র সভাপতি মাহিন খান এ ঘোষণা দিয়ে জানান, রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন সংগঠনটির ১৮ সদস্য ও ছয় জন ভারতীয় পোশাক নকশাকর।

বাংলাদেশিদের মধ্যে রয়েছেন- মাহিন খান, শৈবাল সাহা, চন্দনা দেওয়ান, কুহু প্লামন্দন, ফারাহ আঞ্জুম বারি, লিপি খন্দকার, শাহরুখ আমিন, নওশীন খায়ের, তেনজিং চাকমা, রিফাত রহমান, আফসানা ফেরদৌসি, তাসফিয়া আহমেদ, রুখসানা এসরার, তানহা শেখ, সাদিয়া রুপা, ইমাম হাসান, কামরুল হাসান রিয়াদ এবং মাধুরী সঞ্চিতা।

ভারতীয় ডিজাইনারদের মধ্যে রয়েছেন– সৌমিত্র মণ্ডল, রিমি নায়াক, পারমিতা ব্যানার্জী, গুঞ্জন জৈন, ইবালারিহুন পিওরয় মাল্লাই, লালথলেনমাওইয়া চেংকুয়াল।

অলাভজনক এই সংগঠন এর আগেও বিভিন্ন বিষয় ধরে পোশাক কারিগরদের নিয়ে ফ্যাশনধর্মী অনুষ্ঠান আয়োজন করেছে। এরমধ্যে আছে- বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯ ও ২০২০, প্রমোশন অফ রাজশাহী সিল্ক ২০১৪, খাদি দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৫, ২০১৬ ও ২০১৭, নব আনন্দে বৈশাখ ২০১৮ ইত্যাদি।