দিন বদলের পালাতে চুলের যত্ন

বৃষ্টি আর গরমের মিশ্র সময়ে চুলের প্রতি আলাদা নজরদারি প্রয়োজন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2023, 03:04 PM
Updated : 27 March 2023, 03:04 PM

মৌসুম পরিবর্তনের সাথে ত্বক পরিচর্যায় পরিবর্তন আনলেও চুলের দিকে সেভাবে মনোযোগ দেওয়া হয় না।

অথচ চুলের বিশেষ যত্নের প্রয়োজন হয় ঋতু বদলের সময়ে।

‘দ্য বোম্বে স্কিন ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা ও ভারতীয় ত্বক বিশেষজ্ঞ ডা. বাতুল পাটেল ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “গ্রীষ্মের প্রচণ্ড গরম ও অতি বেগুনি রশ্মি চুলকে ক্ষতিগ্রস্ত করে। শুষ্ক, ভঙ্গুর ও বিবর্ণ করে দেয়।”

চুল চকচকে ও সুস্থ রাখার উপায় সম্পর্কে পরামর্শ দেন তিনি।

  • ‘সোডিয়াম লরেথ সালফেট’ মুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। এটা চুলের প্রাকৃতিক তেল শুষে না নিয়ে পরিষ্কার করে।

  • চুলের শুষ্কতা দূর করে আর্দ্রতা যোগাতে এসেনশল অয়েল যুক্ত হেয়ার মাস্ক ব্যবহার করা।

  • স্যালনে ‘স্ট্রেংথেনিং’ ও ‘ময়েশ্চারাইজিং’ পণ্য ব্যবহার রুক্ষ ও শুষ্কতা কমাতে সহায়তা করে।

  • চুলে রং করার ক্ষেত্রে সচেতন হতে হবে। কারণ এতে চুলের ক্ষতি হয়।

  • তাপ চুলের ক্ষতি করে। তাই চুলে তাপ প্রয়োগে সচেতন হতে হবে। তাপীয় যন্ত্র ব্যবহারের আগে ‘হিট প্রটেকশন’ ব্যবহার করে নিতে হবে।

  • রোদে বাইরে যাওয়ার সময় চুল ঢাকতে সিল্কের স্কার্ফ বা টুপি ব্যবহার করা উচিত।

  • গরমকালেও চুলে তেল ব্যবহার করা ভালো। তবে কোনোভাবেই ২৪ ঘণ্টার বেশি মাথায় রাখা উচিত নয়। এতে মাথার ত্বকে সংক্রমণ হতে পারে।

  • ভেজা অবস্থায় চুল বাঁধা ঠিক নয়। এর ফলে আগা ফাটার সৃষ্টি হয়।

  • গরম পানিতে চুল ধোয়া থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে কুসুম গরম পানি অথবা ঠাণ্ডা পানি ব্যবহার করতে হবে।

  • অতিরিক্ত শুষ্কতায় চুলের আগা ফাটা দেখা দেয়। তাই নিয়মিত চুল ছাটা প্রয়োজন।

  • এছাড়াও সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত পানি পান চুলের সুস্থতায় প্রয়োজন।

আরও পড়ুন

Also Read: কেশ পরিচর্যায় কলার মাস্ক

Also Read: চুল পড়া কমায় যেসব তেল

Also Read: ফেটেছে চুলের আগা? নিজেই করুন সমাধান