ভিন্ন রকম লাচ্ছি

তরমুজ ও বাদামের লাচ্ছি তৈরির পদ্ধতি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 10:55 AM
Updated : 4 July 2015, 10:55 AM

রেসিপি দিয়েছেন রুনা হোসেন।

তরমুজের লাচ্ছি

উপকরণ: তরমুজ ৫ কাপ (ছোট করে কাটা)। মিষ্টি দই দেড় কাপ। বরফের টুকরা ইচ্ছে মতো।

পদ্ধতি: তরমুজ ছোট ছোট করে কেটে দইয়ের সঙ্গে ব্লেণ্ড করুন। এরপর বরফ দিয়ে পরিবেশন গ্লাসে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ইফতারির টেবিল।

বাদামের লাচ্ছি।

বাদামের লাচ্ছি

উপকরণ: পেস্তা বাদাম ১/৩ কাপ। কাঠবাদাম ১/৩ কাপ। মিষ্টি দই ২ কাপ। পানি অথবা দুধ ১ কাপ।

পদ্ধতি: বাদামগুলো কুসুম গরম পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। বাদামের চামড়া ছাড়িয়ে ফেলুন। তারপর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেণ্ড করে নিন। ফ্রিজে রেখে ইফতারের সময় টেবিলে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।