মাস্কারার সঠিক ব্যবহার

চোখে ‘ড্রামাটিক লুক’ ফুটিয়ে তুলতে মাস্কারার জুরি নেই।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2014, 11:36 AM
Updated : 21 Jan 2015, 03:14 PM

চোখের পাপড়ি বড় ও ঘন দেখাতে মাস্কারা ব্যবহৃত হয়ে আসছে বহুদিন ধরেই। বাজারে বিভিন্ন ধরনের মাস্কারা পাওয়া যায়। চোখের পাতা ঘন দেখাতে একরকম আবার পাপড়ি বড় দেখাতে আরেক রকম মাস্কারা ব্যবহার করা।

তবে মাস্কারা ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় সাধারণ কিছু ভুল হয়েই যায়। মেইকআপে পারদর্শী এবং অপারদর্শী সকলেই এ ধরনের ভুল করতে পারেন। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এমনই কিছু বিষয়ে এখানে উল্লেখ করা হল।

চোখের পাপড়ি কার্ল না করা

মাস্কারা ব্যবহারের ফলে চোখের পাপড়ি দেখতে কিছুটা বড় মনে হয়। তবে মাস্কারা পাপড়ি বাঁকা করতে পারে না। তাই ব্যবহারের আগে ‘আই ল্যাশ কার্লার’ ব্যবহার করা জরুরি। কারণ কার্ল করে তার উপর মাস্কারার কোট দিলে চেখে একটি ড্রামাটিক লুক আসবে।

মাস্কারা ব্যবহারের পর কখনও আই ল্যাশ কার্লার ব্যবহার করা উচিত নয়। কারণ এতে চোখের পাপড়ি ভেঙে যেতে পারে।

প্রয়োজনের অতিরিক্ত মাস্কারা ব্যবহার

অনেকে মনে করেন, যত বেশি মাস্কারা ব্যবহার করা যাবে চোখের পাপড়ি দেখতে ‍ঠিক ততটাই ঘন দেখাবে। তবে বেশি মাস্কারা ব্যবহার করলে চোখের পাপড়ি একটির সঙ্গে অন্যটি আটকে যেতে পারে এবং দেখতে অস্বাভাবিক লাগতে পারে। তাই যদি মাস্কারার এক কোটে মনের মতো না হয় তাহলে মাস্কারা বদলে ফেলা উচিত।

মাস্কারার তুলি ঘন ঘন পাম্প করা

একসঙ্গে বেশি মাস্কারা ব্রাশে নিয়ে ব্যবহারের জন্য ব্যবহারকারীরা মাস্কারার তুলি বোতলের ভিতরে পাম্প করে থাকেন বা বার বার মাস্কারার জারের ভিতরে ঢুকিয়ে থাকেন। এতে মাস্কারার পাত্রে বাতাস ঢুকে যায়। ফলে মাস্কারা অনেক দ্রুত শুকিয়ে যায়। দ্বিতীয়বার মাস্কারা ব্যবহার করতে চাইলে মাস্কারার ব্রাশ পাত্রে ডুবিয়ে নিলেই চলবে।

মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার

একই মাস্কারা বেশিদিন ব্যবহার করা উচিত নয়। সাধারণত তিন মাস পরপর মাস্কারা বদলে নিতে হয়। কারণ এই সময়ের পর মাস্কারায় ব্যাক্টেরিয়া জন্মাতে শুরু করে। আর যেহেতু এর তুলিটি চোখের খুব কাছাকাছি আসে তাই ব্যাক্টেরিয়ার সংক্রমণ চোখেও ছড়িয়ে পড়তে পারে।

পাপড়ির শেষ প্রান্তে মাস্কারা ব্যবহার

চোখের পাপড়ি সুন্দর করতে পুরো চোখের পাপড়িতেই মাস্কারা ব্যবহার করা উচিত। কারণ শুধু শেষের অংশে মাস্কারা লাগানো হলে দেখতে কিছুটা অস্বাভাকি মনে হতে পারে।