দাড়িতে নারীর আকর্ষণ

ছাঁট যাই হোক দাড়ির প্রতি নারীর আকর্ষণের রহস্য বের করেছেন গবেষকরা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 02:14 PM
Updated : 17 July 2021, 02:14 PM

এক সময় পুরো দাড়ি কামানো মসৃণ গালের কদর ছিল বেশ। যুগের হাওয়ায় এখন দাড়ি হয়েছে পুরুষের ফ্যাশনের অঙ্গ।

গবেষণায় দেখা গেছে, পুরুষের দাড়ি দেখে নারীরা আকৃষ্ট হন ঠিকই তবে সেটা বিশেষ ধরনের ওপর নির্ভর করে।

‘ইভোলুউশ অ্যান্ড হিউমেন বিহেইভিয়র’ সাময়িকীতে প্রকাশিত ২০১৩ সালের এক গবেষণা থেকে পুরুষের কোন ধরনের দাড়ি নারীকে বেশি আকর্ষণ করে সে সম্পর্কে জানান যায়।

‘ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস’য়ের ‘ইভোলিউশন অ্যান্ড ইকোলজি রিসার্চ সেন্টার’য়ের গবেষকরা প্রায় ৪শ’ জন নারীকে ১০ জন পুরুষের ছবি দেখিয়ে, তাদের মতে সেরা নির্বাচন করতে দেওয়া হয়।

ছবিতে চার ধরনের মডেল ছিল- ‘ক্লিন শেইভড’, ‘হালকা দাড়ি’, ‘ঘন দাড়ি’ এবং  ‘সম্পূর্ণ দাড়ি’।

সমীক্ষা অনুযায়ী, নারীরা তুলনামূলক ঘন দাড়ির পুরুষদের প্রতি আকৃষ্ট হন এবং হালকা দাড়ির পুরুষেরা তুলনামূলক ভাবে কম আকর্ষণ করেছিল তাদের।

দেখা গেছে নারীরা হালকা দাড়ির পুরুষদের মাঝে সবচেয়ে কম আকর্ষণ খুঁজে পান।

যেসব পুরুষের দাড়ির বয়স ১০ দিন ছিল তাদের দেখে নারীরা বেশি আকর্ষিত হন। আর যাদের দাড়ির বয়স পাঁচ দিন ছিল তাদের প্রতি কম আকর্ষণ অনুভব করেন।

পর্যবেক্ষণ অনুযায়ী, বড় দাড়ি ও সম্পূর্ণ দাড়ি কামানো পুরুষেরা পছন্দের তালিকায় দ্বিতীয়তে অবস্থান করেছিল।

গবেষকদের বিবৃতির উদ্ধৃতি দিয়ে বেস্টলাইফ ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, “এমনও হতে পারে যে এই নেতিবাচক ‘রেটিং’ হালকা ও কোঁকড়ানো দাড়ির বিরুদ্ধে ছিল। আর অপেক্ষাকৃত ঘন ও মোটা দাড়ি রাখা পুরুষদের জন্য সহায়ক হতে পারে।”

সহজ ভাষায় বলা যায় হালকা ও কোঁকড়ানো দাড়ি নারীদের মাঝে মোহ সৃষ্টি করে না।

সাধারণত, বড় দাড়ির পুরুষদের দেখে অভিভাবকসুলভ অনুভূতি কাজ করে। সমীক্ষারে ফলাফলে সেরকমই দেখা গেছে।

মহিলারা প্রকৃতপক্ষে অভিভাবকীয় দক্ষতার ক্ষেত্রে সম্পূর্ণ দাড়িওয়ালা পুরুষদের সর্বোচ্চ রেটিং দিয়েছেন। এর কারণ হতে পারে পুরো দাড়িওয়ালা পুরুষদের মুখের চুলের অন্য ধরনের পুরুষদের চেয়ে স্বাস্থ্যকর এবং বেশি পুরুষালি বলে মনে হয়েছিল।

অন্যদিকে হালকা দাড়িওয়ালা পুরুষদের দেখে কম অভিভাবকীয় দক্ষতাসম্পন্ন এবং স্বাস্থ্যের দিক থেকেও অপেক্ষাকৃত দুর্বল মনে হয়।

পুরুষরাও নারীদের মতো বিচার করে

গবেষকরা একইভাবে ১৭৭ জন পুরুষের ওপর গবেষণা চালিয়ে দেখেন তারা সম্পূর্ণ দাড়ি ও ঘন দাড়ির পুরুষদেরকে বেশি আকর্ষণীয় বলে বিবেচনা করেন।

আর দাড়ি কামানো পুরুষদের কম আকর্ষণীয় ও হালকা দাড়ির পুরুষদের সবচেয়ে কম আকর্ষণীয় বলে বিবেচনা করে থাকেন।

ছবির মডেল: নাজিম মাহমুদ। ছবি: প্রামানিক।

আরও পড়ুন